আপনি যদি হয়ে থাকেন আবেগপ্রবণ,
তবে অনায়াসে হবে কাব্য সংক্রমণ।
কবিতা রচনা একটি সংক্রামক ব্যাধি,
যার চিকিৎসা আবিষ্কৃত হয়নি অদ্যাবধি।
মস্তিষ্কে হবে কল্পনার সমুদ্র মন্থন,
যার থেকে হবে কাব্যরস ক্ষরণ।
আপনার যাই হোক না পদবী,
কাব্য জ্বরে হয়ে উঠবেন কবি।
আপনি বুঝবেন না কবিদের চক্রান্ত,
তাদের সঙ্গে চললে হবেন সর্বস্বান্ত।
ভেতরে প্রবেশ করলে কাব্য জীবাণু,
আপনি হয়ে উঠবেন কবিতার কামধেনু।
আপনি হয়ে যাবেন বদ্ধ উন্মাদ,
কবিতা ছাড়া পাবেন না স্বাদ।
কাজ করবে না কোন অ্যান্টিবায়োটিক,
কবিতা ছাড়া হবেনা মেজাজ ঠিক।
মনে বিরাজ করবে বিরহ ব্যথা,
ইচ্ছা করবে না বলতে কথা।
ফুরিয়ে যাবে কলমের কালির দোয়াত,
কাউকে আপনি করবেন না রেয়াত।
কবিতা হবে আপনার প্রতিবাদের ভাষা,
কবিতা হয়ে উঠবে আপনার ভালোবাসা।
যদি না হয় কাব্য সংক্রমণ,
কিভাবে বাড়বে কবির কাব্য সংকলন?