কবিতা তুমি কেন আসোনা?
আমায় কি ভালোবাসো না?
তুমি যে পরিযায়ী মেঘ,
বুঝতে চাওনা আমার আবেগ।
আমি মুখে কলম কামড়াই,
দিশাহীন ভাবে ঘুরে বেড়াই।
আমি হতে চেয়েছিলাম সুখী,
দুর্ভাগ্যক্রমে হয়ে গেলাম কবি।
বাইরে বসন্ত অতি জাগ্রত,
কোকিল ডেকে চলেছে অবিরত।
আমের মুকুলের মাতাল গন্ধ,
ছিনিয়ে নিয়েছে আমার ছন্দ।
তুমি আমার কল্পনার ধর্মঘট,
তাই আমি করি ছটফট।
তুমি আমার হারানো আত্মবিশ্বাস,
শুধুই ফেলছো ঘাড়ে নি:শ্বাস।
তুমি আমার দীর্ঘশ্বাসের উত্তাপ,
বাড়িয়ে দাও স্নায়ুর চাপ।
তুমি আমার জীবনের রেনেসাঁ,
আমায় দেখাও আলোর দিশা।