কবিতার সবচেয়ে সুন্দর সেই অঙ্গ,
যাকে দেখলে হৃদয়ে বাজে মৃদঙ্গ।
দেখতে বেশ মাংসল আর সুঠাম,
যাকে ছাড়া অসম্পূর্ণ তার কাঠাম।
সেই অঙ্গের নাম হলো হাত,
আমি পেয়েছি যার ঠিকাদারির বরাত।
তার অপর নাম হলো বাহু,
যার আলিঙ্গনের জন্য আমি পিপাসু।
তার গাণিতিক নাম হলো ভুজ,
যার বন্ধনে হয়েছি আমি নিখোঁজ।
সাধু ভাষায় যাকে বলে হস্ত,
তাকে ধরে করেছি চিরস্থায়ী বন্দোবস্ত।
তাতে সে পরেছিলো যেদিন কঙ্কণ,
সেদিন করেছিলাম আমি তার পাণিগ্রহণ।
মখমলের মতো মসৃণ তার কবজি,
কাঁপে যখন কাটে সে সবজি।
নখ পালিশ লাগানো তার আঙ্গুল,
বিলি কেটে দেয় আমার চুল।
তার দুধে আলতা রঙের কনুই,
যার গুঁতো খেয়ে আমি শুই।