কোকিলের বসন্ত যখন গ্রাস করে কাকের আধিপত্য,
তখন কুমারত্বের রাজসিংহাসন দখল করে দাম্পত্য।
আমিও যে ছিলাম একদিন কুমার,
এই জীবনটা ছিল তখন বেশুমার।
শত চাওয়াপাওয়ার মাঝে একটাই ছিল মোহ,
কবে হবে দূর অসহনীয় একাকীত্বের বিরহ?
পাহাড়ী ঝরণার মত ছিলাম বেপরোয়া,
হঠাৎ একদিন পেলাম প্রথম প্রেমের ছোঁয়া।
দিনেদুপুরে এই মনখানা করে সে চুরি,
আমার কোমল বুকে চালালো তার সম্মোহনী ছুরি।
সন্ধ্যামালতীর মিষ্টি সুবাসে হয়ে মাতোয়ারা,
রূপকথার দেশদেশান্তরে পাড়ি দিতাম হয়ে দিশাহারা।
লঙ্ঘিতে পারিনি বিধিনিষেধের সীমান্তের কাঁটাতার,
তাই হ্রদয়ের অন্তঃসলিলে কেঁটেছি শুধু ডুবসাঁতার।
স্বাবলম্বী হয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোর তাগিদ,
উপড়ে ফেলেছিল আমার ভালোবাসার নড়বড়ে ভিত।
আমার অতীতের সেই উপেক্ষিত কুমারত্ব,
আজ বিকৃত হয়ে আমার অভিশপ্ত দাম্পত্য।
যেদিন থেকে সংসারের পাথুরে মাটিতে লাঙল চালাচ্ছি,
সেদিন থেকে সুখ নামক বুণো হাঁস তাড়া করে বেড়াচ্ছি।