হে আকাশে ভাসমান মেঘ,
তুমি কবির বুকের আবেগ।
শুষে নিয়ে জলাশয়ের জল,
তুমি বাড়াও তোমার বল।
তুমি চড়ে কলাগাছের ভেলা,
ঘুরে বেড়াও সারাটা বেলা।
প্রত্যুষ হোক কিংবা গোধূলি,
তুমি রচনা করো রঙ্গোলি।
বর্ষাকালে মন থাকেনা ভালো,
তাই তোমার রঙ কালো।
শরতে ছড়িয়ে শারদীয়ার আলো,
তুমি সাদা পেঁজা তুলো।
শীতের থাকো তুমি সুপ্ত,
তাই আকাশ তখন মেঘমুক্ত।
সরোবরে যখন ফুটে শালুক,
জলে দৃশ্যমান মেঘের মুলুক।