জড়তার জীর্ণতায় জীবন যখন জব্দ,
জাগতিক কোলাহলের শেষে আসে নৈঃশব্দ।
রাতের নৈঃশব্দ যখন বড্ড একা,
তখন ডেকে উঠে ঝিঁঝিঁ পোকা।
শ্মশানের নৈঃশব্দ যখন খুব হৃদয়বিদারক,
হাওয়ার শব্দ নির্মাণ করে স্মারক।
ভয়ের নৈ:শব্দে যখন নীরবতার বিরাজ,
শোনা যায় ঢোক গিলার আওয়াজ।
প্রতীক্ষার নৈ:শব্দে যখন থাকে মহব্বত,
মনের কোণে বেজে ওঠে নহবত।
মিলনের নৈঃশব্দ যখন হয় আনন্দবর্ধক,
বুকের ভিতরটা করে ধক ধক।
সম্পর্কের নৈঃশব্দ যখন বাড়ায় বন্ধন,
শ্বাস প্রশ্বাসে শোনা যায় ক্রন্দন।
ধ্যানের নৈ:শব্দে যখন একাগ্রতার অনুভব,
মনে মনে উচ্চারিত হয় প্রণব।
ঘুমের নৈ:শব্দে যখন সবকিছু স্তব্ধ,
শোনা যায় নাক ডাকার শব্দ।
ঝড়ের আগের নৈঃশব্দ যখন শান্ত,
আকাশে মেঘ ডেকে হয় ক্লান্ত।