রিকশা থেকে সে যখন নেমে আসে,
চোখে চোখ পড়লে একটু মুচকি হাসে;
মনে হয় ওই বুঝি প্রেম আসে।
তার সঙ্গে যখন দেখা ভিড় বাসে,
সারা বাস মেতে উঠে তার সুবাসে;
মনে হয় ওই বুঝি প্রেম আসে।
নিজের অজান্তেই যখন দাঁড়ায় সে পাশে,
আমাকে ভরিয়ে দেয় তার গরম নিঃশ্বাসে;
মনে হয় ওই বুঝি প্রেম আসে।
সে যখন আসে আমার ক্যামেরার ফোকাসে,
ধরা পড়ে আমার মনের পরকীয়া ক্যানভাসে;
মনে হয় ওই বুঝি প্রেম আসে।
অকাল বৃষ্টিতে যখন তার শরীর ভাসে,
চোখ গিয়ে পড়ে তার সাদা অন্তর্বাসে;
মনে হয় ওই বুঝি প্রেম আসে।
সে যখন হঠাৎ জোরে জোরে কাশে,
তার বুকের খাঁজ দেখা যায় অনায়াসে;
মনে হয় ওই বুঝি প্রেম আসে।
সে যখন চুল শুকায় বসন্তের বাতাসে,
আগুন লাগে ফাগুনের শিমুলে আর পলাশে;
মনে হয় ওই বুঝি প্রেম আসে।
সে যখন হলুদ শাড়ি পড়তে ভালোবাসে,
সরস্বতী পূজার দিন ফেব্রুয়ারি মাসে;
মনে হয় ওই বুঝি প্রেম আসে।