তুমি শাশ্বত,চিরজাগ্রত হে পাহাড়;
তোমার আবহাওয়া মনোরম,জলবায়ু চমৎকার।
তুমি যেন ধ্যানমগ্ন তথাগত বুদ্ধ,
তোমার অপরূপ রূপে আমি মুগ্ধ।
তোমার ভিতরের সরু,সর্পিল গিরিপথ;
যেন দস্তাবেজের আঁকাবাঁকা প্রাথমিক দস্তখত।
তোমার দেবদারু,ফার আর পাইন;
রক্ষা করে চলেছে প্রকৃতির আইন।
তুষারের চাদরে আবৃত তোমার মাথা,
অবিরাম উচ্চারণ করছে শহীদের বীরগাথা।
দিগন্ত পর্যন্ত বিস্তৃত তোমার কোলে,
ভোরে সূর্য উঠে গোধূলিতে ঢলে।
তোমার গায়ে গড়িয়ে বরফের স্তুপ,
হিমবাহ থেকে নেয় নদীর রূপ।
তোমার চারিদিক জুড়ে খাড়া ঢাল,
দেখেই আমি হয়ে যাই বেসামাল।
তোমার পাদদেশে অবস্থিত বিশাল উপত্যকা,
সকাল সন্ধ্যা থাকে কুয়াশায় ঢাকা।
তোমার ফুটন্ত রোডোডেনড্রনের লাল ফুল,
যার কাছে তুচ্ছ সমতলের শিমুল।
তোমার ঔরসজাত কোন পার্বত্য দুহিতা,
কোনদিন কি হবে আমার বিবাহিতা?
যার নিরীহ দুই চোখের দৃষ্টি,
কখনো রোদ কখনো মেঘ বৃষ্টি।