আকাশে বাতাসে আজ ঋতুরাজ বসন্তের আভাস,
মুমূর্ষু শীত ত্যাগ করছে শেষ নিঃশ্বাস;
কিন্তু আমি শুধু করি পলাশের তালাশ।
গাছে গাছে কল্পতরু প্রকৃতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ,
মাতাল হাওয়ার হিল্লোলে আলুলায়িত তার কেশবিন্যাস;
কিন্তু আমি শুধু করি পলাশের তালাশ।
দেখে কোন যুবতী দেহের অপর্যাপ্ত অঙ্গবাস,
মনে হয় ভেঙ্গে ফেলি আমার সন্ন্যাস;
কিন্তু আমি শুধু করি পলাশের তালাশ।
হয়েছি যৌন কামনা আর বাসনার দাস,
কেউ ধরতে পারবেনা আমার ঘোড়ার রাশ;
কিন্তু আমি শুধু করি পলাশের তালাশ।
শীতের বিরহ গিয়ে এলো মিলনের মাস,
কপোত কপোতী করছে মনের সুখে সহবাস;
কিন্তু আমি শুধু করি পলাশের তালাশ।
সর্ষে ফুলের মধু খেয়ে মৌমাছির উচ্ছ্বাস,
মুক্তির আনন্দে উড়ে বেড়ায় সাদা কার্পাস;
কিন্তু আমি শুধু করি পলাশের তালাশ।