আমি পরজনমে পাখি হবো,
খোলা আকাশে পাখা মেলবো।
ভাঙতে গিয়ে পরাধীনতার শৃঙ্খল,
আমি হয়ে উঠবো উচ্ছৃঙ্খল।
আকাশের নিচে পেতে শামিয়ানা,
গাছে গড়ে তুলবো ঠিকানা।
কখনো ময়না কখনো টিয়া,
হয়ে আনন্দে করবো পরকীয়া।
প্রেমিকাকে করতে গিয়ে আকর্ষণ,
নেচে করবো প্রেম নিবেদন।
কখনো কোকিল কখনো ময়ূর,
হয়ে ধরবো গানের সুর।
কখনো শকুন কখনো ঈগল,
হয়ে বাজাবো শিকারের বিউগল।
কখনো চিল কখনো কাক,
হয়ে দেবো অশনির ডাক।
কখনো বাবুই কখনো চড়াই,
হয়ে করবো নিজের বড়াই।
কখনো ঘুঘু কখনো কবুতর,
হয়ে গোঙাবো যখন দ্বিপ্রহর।
কখনো মাছরাঙা কখনো বক,
হয়ে জীবন করবো সার্থক।