আমি ছিলাম এক সুউচ্চ মিনার,
আমার ঠিকানা ছিল সমুদ্রের কিনার।
আলো দেখানো ছিল আমার কাজ,
যাতে পথ না হারায় জাহাজ।
আমার ইশারায় চলত সব নাবিক,
তাই আমি হয়ে উঠেছিলাম দাম্ভিক।
পাথরে মাথা ঠুকা ঢেউয়ের শব্দ,
আমাকে করে তুলতো সবসময় জব্দ।
গায়ে লাগলে সমুদ্রের নোনতা বাতাস,
আমি হতাম বিষণ্ণ আর হতাশ।
যখন শুনতাম সামুদ্রিক পাখির ডাক,
আমার হতো ভীষণ মন খারাপ।
যেন অপরাধের শাস্তি মাথায় নিয়ে,
এক পায়ে থাকতাম ঠায় দাঁড়িয়ে।
রাতের একাকীত্বে আমার একমাত্র সাহারা,
উল্কা,কালপুরুষ,সপ্তর্ষিমণ্ডল আর ধ্রুবতারা।
উপকূলে যখন আছড়ে পড়তো ঘূর্ণিঝড়,
আমি ভয়ে কাঁপতাম থর থর।
সকালে যখন হতো মনোরম সূর্যোদয়,
আমি জাগতাম মৃত্যুকে করে জয়।
যেদিন ফুরিয়ে গেল আমার প্রয়োজন,
আমাকে দেওয়া হলো নির্জনতায় নির্বাসন।
একদিন চলে গেল আমার ফিউজ,
হয়ে গেলাম পরিত্যক্ত লাইট হাউস।