জানি আমি নিন্দিত,
তবু যদি কেউ আমার মিথ্যা প্রশংসা করতো;
আমি আবার বেঁচে উঠতাম।  
জানি আমি ক্ষত-বিক্ষত,  
তবু যদি কেউ আমায় সান্ত্বনার মলম লাগাতো;
আমি আবার বেঁচে উঠতাম।
জানি আমি নির্বাসিত,
তবু যদি কেউ আমায় ফিরে আসার কথা বলতো;
আমি আবার বেঁচে উঠতাম।
জানি আমি অভিশপ্ত,
তবু যদি কেউ আমায় ক্ষমার দৃষ্টিতে তাকাতো;
আমি আবার বেঁচে উঠতাম।
জানি আমি পিপাসার্ত,
তবু যদি কেউ আমার মুখে দু ফোঁটা জল ফেলতো;
আমি আবার বেঁচে উঠতাম।
জানি আমি উপেক্ষিত,
তবু যদি কেউ আমার পক্ষে কথা বলতো;
আমি আবার বেঁচে উঠতাম।
জানি আমি কলুষিত,
তবু যদি কেউ আমার উপর গোমূত্র ছিটাতো;
আমি আবার বেঁচে উঠতাম।
জানি আমি নিমজ্জিত,
তবু যদি কেউ আমায় সাহায্যের হাত বাড়াতো;
আমি আবার বেঁচে উঠতাম।
জানি আমি মুমূর্ষু,
তবু যদি কেউ আমায় হাতপাখার বাতাস করতো;  
আমি আবার বেঁচে উঠতাম।