একদিকে আম্রমুকুলের সৌরভে মুখরিত মৃদুমন্দ বাতাস,
অন্যদিকে আকাশে ফাগুনের আগুন ছড়ায় কৃষ্ণচূড়া-পলাশ।


এরই মাঝে মাতাল কোকিলের মুহুর্মুহু কুহুধ্বনি,  
জানান দেয় বসন্তের বহু প্রতীক্ষিত আগমনী।


গাছে গাছে অসংখ্য ফুলের কলি আর নতুন পাতা,
যৌবনের ছোঁয়ায় ঋতুবতী হয়েছেন প্রকৃতি মাতা।


ত্যাগ-তিতিক্ষা শক্তির পরীক্ষাস্বরূপ কুমারী অষ্টাদশী,
শ্রদ্ধাভক্তির উপবাসে পালন করে শিবচতুর্দশী।    

সজনে ফুলের মধু সংগ্রহে আজ মাতোয়ারা অলি,
বিবর্ণ জীবন রঙীন করে তুলবে রঙের উৎসব হোলি।  


দিকে দিকে যখন কপোত-কপোতির উষ্ণ প্রেম নিবেদন,
অচিরেই বাংলার পূজা-পার্বণের অন্যতম দেবী বাসন্তীর বোধন।


দেওয়াল লেপনে, পাচন রন্ধনে গ্রাম্যবধূর আসেনা কোন ক্লান্তি,
আবালবৃদ্ধবনিতা একসঙ্গে মিলে পালন করে চৈত্রসংক্রান্তি।