তোমাকে পাইনি বলেই
আজও বেঁচে আছি ক্লান্ত-অবসন্ন মুখে।
আর যদি তোমাকে পেতাম,  
তখন হয়তো ডুবেই যেতাম প্রেমসাগরের বুকে।  
তোমাকে পাইনি বলেই
আজও তোমার প্রোফাইল ভিজিট করি ফেইসবুকে আর টুইটারে।
আর যদি তোমাকে পেতাম,
তখন হয়তো বাইক চালাতাম প্রতি ঘণ্টা ১০০ কিলোমিটারে।
তোমাকে পাইনি বলেই
আজও তোমায় খুঁজে বেড়াই বাসে আর ট্রামে।
আর যদি তোমাকে পেতাম,
তখন হয়তো তুমি সীমিত থাকতে বিয়ের ছবির অ্যালবামে।
তোমাকে পাইনি বলেই
আজও স্বপ্ন দেখি তোমায় ঘিরে।
আর যদি তোমাকে পেতাম,
তখন হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম কুম্ভমেলার ভিড়ে।
তোমাকে পাইনি বলেই
দাম্পত্যের ডাস্টবিন ঘেঁটে চলেছি উচ্ছিষ্ট সুখের আশায়।
আর যদি তোমাকে পেতাম,
তখন হয়তো মরেই যেতাম তোমার ভালোবাসায়।
তোমাকে পাইনি বলেই
আজও অভিযোগ জানাই তোমায় হারাবার।
আর যদি তোমাকে পেতাম,
তখন হয়তো সময় পেতাম না তোমার পাশে দাঁড়াবার।
তোমাকে পাইনি বলেই
আজও বিরহ-কবি হয়ে মেতে আছি কাব্যসাধনায়।
আর যদি তোমাকে পেতাম,
তখন হয়তো গৃহবন্দী হয়ে তেঁতে থাকতাম বাড়ীর ত্রিসীমানায়।