বুকে যে এত ব্যথা মা, তুই এসে এবার গুনে যা;
মুখে যে কত কথা মা, তুই এসে এবার শুনে যা।


চোখে যে এত জল মা, তুই এসে এবার ধুয়ে যা;
শোকে যে কত বিহ্বল মা, তুই এসে এবার ছুঁয়ে যা।


ছন্দ যে এত জটিল মা, তুই এসে এবার গুছিয়ে যা;
দ্বন্দ্ব যে কত কুটিল মা, তুই এসে এবার ঘুচিয়ে যা।


শান্তির যে এত অভাব মা, তুই এসে এবার দুলিয়ে যা;
ক্লান্তির যে কত প্রভাব মা, তুই এসে এবার ভুলিয়ে যা।


রোগ যে এত পীড়াদায়ী মা, তুই এসে এবার কমিয়ে যা;
দুর্ভোগ যে কত দীর্ঘস্থায়ী মা, তুই এসে এবার দমিয়ে যা।


সংসার যে এত অসম্পূর্ণ মা, তুই এসে এবার ভরে যা;
মণিহার যে কত ছিন্ন মা, তুই এসে এবার গড়ে যা।


উপাসক যে এত সন্ত্রস্থ মা, তুই এসে এবার মলম লাগিয়ে যা;
লেখক যে কত হতাশাগ্রস্থ মা, তুই এসে এবার কলম ধরিয়ে যা।


রক্তের যে এত বন্যা মা, তুই এসে এবার নামিয়ে যা;
ভক্তের যে কত কান্না মা, তুই এসে এবার থামিয়ে যা।