হে চির শাশ্বত, নৈসর্গিক প্রেম;
তুমি বিষ্ণুপ্রিয়ার নিমাই, তুমিই রাধিকার শ্যাম।
প্রেম হল প্রথম দর্শনজনিত পূর্বরাগের মাদকতা,
সে যে রূপাইর বিরহে সাজুর সেলানো নকসী কাঁথা।
প্রেম হল জঙ্গলমহলের ছাতিম ফুল,
সে যে রাজকুমারী ভানুমতীর কানের দুল।
প্রেম হল রজকিনী রামি আর চন্ডীদাস।
সে যে মিলনে লিপ্ত প্রেমিক প্রেমিকার উষ্ণ নিঃশ্বাস।
প্রেম হল পরিবর্তনশীল পাহাড়ি আবহাওয়া,
সে যে কখনো রোদ, কখনো বৃষ্টির আসা-যাওয়া।
প্রেম হল লজ্জাবতীর লাজুকলতা,
সে যে ভালোবাসার স্পর্শে সাড়া দেয় ঝুঁকিয়ে ডাল-পাতা।
প্রেম হল প্রেয়সীর আঁড় চোখের মায়াবী চাহনি,
সে যে সৃষ্টি করে মরুভূমিতে মরীচিকার সম্মোহনী।
প্রেম হল এক অভূতপূর্ব, অনির্বচনীয় অনুভূতি;
সে যে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি।
প্রেম হল তিল তিল করে আহৃত সৌন্দর্য্যের প্রতিমা,
সে যে সদ্যবিবাহিত নবদম্পতির মধুচন্দ্রিমা।
প্রেম হল ঋতুরাজ বসন্তের মৃদুমন্দ বাতাস,
সে যে কবির কবিতায় সৃষ্টিসুখের উল্লাস।
প্রেম হল আত্মত্যাগ, তপস্যা, তিতিক্ষা;
সে যে পতির পথ পানে পতীব্রতা পত্নীর প্রতীক্ষা।