নিয়তির নিষ্ঠুর রোষানলে,
তুমি আমার নাইবা হলে।
তোমার অধরা ছায়ার পিছে,
হন্যে হয়ে ঘুরে মরি মিছে।
যতই করি তোমায় নিয়ে জল্পনা,
তোমাকে পাওয়া আমার নিছক কল্পনা।
যতই ভাবি দেখবনা, বেশী করে তোমায় দেখি;
তোমার রূপের জাদুতে আমাকে করলে এ কি?
আজ আমি বিপর্যস্ত শত বিধিনিষেধ আর প্রশ্নবাণে,
তবু তোমার আনন্দধারায় স্নান করি কারণে অকারণে।
আমার অব্যক্ত প্রেম যেন আমার কবিতার ডায়েরী,
আমি যেন তোমার শের আর তুমি আমার শায়েরী।
আমার জন্য সাজানো হয়নি তোমার বাড়ীর বরণডালা,
তাইতো আমার গলায় জুটেনি তোমার হাতের বরমালা।
কেবা তোমার সেই পুরুষোত্তম ভাগ্যবান?
যার সঙ্গে সম্পন্ন হয়েছে তোমার বাগদান।
তুমি হয়তো দাম্পত্যসুখে সুখী পতিব্রতা সতী,
তাই তোমার জীবনে আমার প্রবেশের নেই অনুমতি।
তোমার জন্য আমার যে ভালোবাসা, তার অনুভূতি নিও,
আমার সঙ্গে সম্পর্ক না রাখলেও স্বপ্নে এসে দেখা দিও।