ঠিকানা-মোহনপুর,পশ্চিম ত্রিপুরা,গ্রাম বড়কাঁঠাল;
মা-বাবার একমাত্র মেয়ে-নাম পৌষালী পাল।
তোমার দুধে আলতা রঙের নরম গাল,
আমায় চুমু খেতে দিও পৌষালী পাল।
আমি তোমায় নামিয়ে ধরলে আমলকীর ডাল,
তুমি প্রাণভরে আমলকী খেও পৌষালী পাল।
খেজুরের রস পান করে হলে মাতাল,
তুমি আমায় সামলে নিও পৌষালী পাল।
বাড়ির উঠানে নলেন গুড় দিয়ে জ্বাল,
প্রথমে আমায় চাখতে দিও পৌষালী পাল।
সংক্রান্তির তীর্থমুখ মেলার ভিড়ে হয়ে নাজেহাল,
আমার হাতে হাত রেখো পৌষালী পাল।
আমি ঢেকিতে গুঁড়ো করে দিলে চাল,
তুমি চালুনিতে চেলে নিও পৌষালী পাল।
গরম তেলে মালপোয়া যখন হবে লাল,
আমার হাতে তুলে দিও পৌষালী পাল।
লুটের বাতাসা কুড়াতে ঠুকলে আমার কপাল,
আমায় জল ডলে দিও পৌষালী পাল।
শীতের রাতে আমায় পরিয়ে দিয়ে শাল,
আদর করে জড়িয়ে ধরো পৌষালী পাল।