প্রেম তুমি কোথায়?
তুমি কি ফাল্গুনের মৃদুমন্দ মাতাল বাতাসে?
নাকি কোকিলের ডাকে যৌবনের বাঁধনহারা উচ্ছ্বাসে?
তুমি কি বসন্ত পঞ্চমীর শাড়ির কুচিতে?
নাকি বাঁধাকপির তরকারি আর ফুলকো লুচিতে?
তুমি কি নিষেধাজ্ঞা প্রত্যাহৃত পাকা কুলে?
নাকি ভ্যালেন্টাইন্স ডের মহার্ঘ্য গোলাপ ফুলে?
তুমি কি অঞ্জলীর বেলপাতা আর পলাশে?
নাকি বয়ফ্রেন্ডের পেছনে বসে বাইক বিলাসে?
তুমি কি গার্লফ্রেন্ডের সব অন্যায় আবদারে?
নাকি একান্তে সময় কাটানোর দুঃসাহসিক অভিসারে?
তুমি কি প্রিয়তমার দুষ্টু চোখের ইশারায়?
নাকি তার প্রদর্শিত উন্মুক্ত বক্ষ বিভাজিকায়?
তুমি কি প্রেমিক প্রেমিকার আলিঙ্গনের উষ্ণতায়?
নাকি তাদের অবৈধ দৈহিক সম্পর্কের ইতস্ততায়?
তুমি কি সরস্বতী পূজায় আঁকা আলপনায়?
নাকি পালিয়ে বিয়ে করার গোপন পরিকল্পনায়?
তুমি কি থানার মিসিং ডায়েরির খাতায়?
নাকি পত্রিকার "সন্ধান চাই" বিজ্ঞপ্তির পাতায়?
তুমি কি সিঙ্গেলদের একাকী রাতের রিক্ততায়?
নাকি তাদের অদৃশ্য চোখের জলের সিক্ততায়?
তুমি কি অতৃপ্ত বিবাহিত পুরুষের হতাশায়?
নাকি তার মনের পরকীয়ার সুপ্ত বাসনায়?