সেই কবে আমার প্রেম হয়েছিলো,
সেই স্কুল কিংবা কলেজের দিনে।
তখন সবাই সত্যিকারের প্রেম করতো,
এখন প্রেম করে কন্ডোম কিনে।
প্রেম করেছিলাম ঠিকই তবে সঙ্গোপনে,
সেই প্রেম পুঁতে রেখেছিলাম মনে।
স্কুলের ইউনিফর্ম পড়ে ক্লাসে যাওয়া,
লুকিয়ে লুকিয়ে তার দিকে চাওয়া।
সে ছিল আমার প্রতি উদাসীন,
চোখাচোখি হলে হতাম লাজে রঙীন।
দেখতে দেখতে ছাত্রজীবন হল শেষ,
কিন্তু রয়ে গিয়েছিল ভালোবাসার রেশ।
ফেসবুকের ফ্রেন্ড সাজেশনে তাকে পেয়ে,
দেখলাম তার হয়ে গেছে বিয়ে।
আগের চেহারার সঙ্গে চেহারা মিলেনা,
কারণ সে হয়ে গেছে মা।
আজ সুদীর্ঘ কয়েক দশক পরে,
ভাবুক হলাম তাকে মনে করে।
তাকে কোনদিন না বলা কথা,
জমে জমে হয়েছে আমার কবিতা।
যে ছিল একদিন হৃদয়ের মণিকোঠায়,
তার কবিতা আজ আমার চিলেকোঠায়।
একদিন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে হবে শামিল,
আমার মরে যাওয়া প্রেমের ফসিল(জীবাশ্ম)।