যেদিন প্রথম কবি সম্মেলনে আসবো,
তোমায় লুকিয়ে লুকিয়ে আমি ভালোবাসবো।
উত্তরীয় পরিয়ে আমায় করলে বরণ,
তোমার মন আমি করবো হরণ।
যখন পড়বে তোমার চোখে চোখ,
তুমি ঘাবড়ে গিয়ে গিলবে ঢোক।
দেখলে তোমার হাতের মেহেন্দির ডিজাইন,
আমি ভুলে যাবো কবিতার লাইন।
মন্ত্রমুগ্ধ পরিবেশে কবিতার জলসা সাজাবো,
তোমার কবিতা শুনে তালি বাজাবো।
আমার কথা শুনাবো তোমার শুনবো,
আমার ভুল ধরাবো তোমার ধরবো।
তোমার সঙ্গে আলাপচারিতায় আমি মাতবো,
তারপর উভয় মিলে একসঙ্গে হাঁটবো।
বাইরে যখন বইবে বসন্তের বাতাস,
ভুলবো আমি চল্লিশ তুমি সাতাশ।
রাখতে গিয়ে আমার চায়ের আবদার,
তুমি হয়তো আপত্তি করবে বারবার।
যখন চায়ের কাপে দেবো চুমুক,
উপভোগ করবো তোমার স্পর্শ সুখ।
তোমার আমার প্রেমের মায়াবী আবেশ,
কবি সম্মেলনের সঙ্গে হবে শেষ।
অবশেষে তোমার মোবাইল নম্বর নিয়ে,
আমি ফিরবো তোমায় বাড়ি পৌঁছিয়ে।
তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়,
কোনদিন কি হবে মোদের পরিণয়?