আমি এক অখ্যাত প্রেমের পর্যটক,
ঘুরে বেড়াই কাশ্মীর থেকে কর্ণাটক।
আমি যে এক পথহারা পথিক,
নির্ণয় করতে পারিনা সঠিক দিক।
তাই কখনো খাইবার পাসে খাই,
আবার কখনো ঘুম স্টেশনে ঘুমাই।
প্রেমে কখনো হই সুন্দরবন ব-দ্বীপ,
আবার কখনো হই উত্তমাশা অন্তরীপ।
আমি নই গ্রিক পর্যটক মেগাস্থিনিস,
আমার কাছে প্রেমই দামি জিনিস।
আমি পর্যটক ফা হিয়েন নই,
আমি প্রেমের আশায় বের হই।
নই আমি পর্যটক হিউয়েন সাঙ,
আমি পার করি প্রেমের গাঙ।
আমি নই পর্যটক আল বেরুনী,
আমি প্রেমিকার জন্য কিনেছি চিরুনি।
নই আমি পর্যটক ইবন বতুতা,
আমার কারো সঙ্গে নেই শত্রুতা।
আমি নই পর্যটক নিকোলো কন্টি,
আমি শুধু খুঁজি কোন কোকিলকন্ঠী।
নই আমি পর্যটক আব্দুর রাজ্জাক,
আমি প্রেমিকার সৌন্দর্যে হই অবাক।
আমি নই পর্যটক ক্রিস্টোফার কলম্বাস,
আমি প্রেমের পূজারী অভিজিৎ দাস।
নই আমি পর্যটক মার্কো পোলো,
আমার সঙ্গে প্রেম করবে বলো।
আমি নইতো ভাস্কো দা গামা,
আমি শুধু বাজাই প্রেমের দামামা।