আমিও প্রেমে পড়েছিলাম-
কখনো শাওন রাতে,
কখনো শারদ প্রাতে।
আমিও মন্ত্রমুগ্ধ হয়েছিলাম-
কখনো যৌবনের যাদুতে,
কখনো রূপের মধুতে।
আমিও গান গেয়েছিলাম-
কখনো স্নানের বাথরুমে,
কখনো গভীর ঘুমে।
আমিও খুব নেচেছিলাম-
কখনো গা ভাসিয়ে,
কখনো লোক হাসিয়ে।
আমিও স্বপ্ন দেখেছিলাম-
কখনো চোখ খুলে,
কখনো হাই তুলে।
আমিও অপেক্ষা করেছিলাম-
কখনো রাস্তার ধারে,
কখনো নদীর পারে।
আমিও কাউকে চেয়েছিলাম-
কখনো লুকিয়ে লুকিয়ে,
কখনো দেখিয়ে দেখিয়ে।
আমিও হারিয়ে গিয়েছিলাম-
কখনো তার চাহনিতে,
কখনো তার বাণীতে।
আমিও চুমু খেয়েছিলাম-
কখনো তার কপালে,
কখনো তার গালে।
আমিও বাঁচতে চেয়েছিলাম-
কখনো তার আশায়,
কখনো তার ভালোবাসায়।
আমিও মরে গিয়েছিলাম-
কখনো তার ছেলেখেলায়,
কখনো তার অবহেলায়।
আমিও ব্যর্থ হয়েছিলাম-
কখনো পরিস্থিতির প্রতিকূলতায়,
কখনো নিয়তির নিষ্ঠুরতায়।