সে জানে শহীদ হওয়ার পরে,
তাকে আর কে মনে করে?
তবুও দেশের জন্য যুদ্ধক্ষেত্রে মরে,
কারণ পুরুষ ভীষণ স্বার্থপর হয়রে।
সে জানে ফসল কাটার পরে,
জমিকে দেখলে তার অশ্রু ঝরে।
তবুও পরের মরশুমে চাষ করে,
কারণ পুরুষ ভীষণ স্বার্থপর হয়রে।
সে জানে বোনের বিবাহের পরে,
ঋণের বোঝা রয়েছে যে পড়ে।
তবুও বোনের বিবাহের আয়োজন করে,
কারণ পুরুষ ভীষণ স্বার্থপর হয়রে।
সে জানে শারীরিক সম্পর্কের পরে,
প্রেমিকার অভিযোগে পুলিশ তাকে ধরে।
তবুও সে নারীর প্রেমে পড়ে,
কারণ পুরুষ ভীষণ স্বার্থপর হয়রে।
সে জানে তার বিবাহের পরে,
মা-বাবাকে রাখতে হবে আলাদা ঘরে।
তবুও সে সবকিছু সহ্য করে,
কারণ পুরুষ ভীষণ স্বার্থপর হয়রে।
সে জানে সন্তান জন্মের পরে,
সে যাবে বিছানা থেকে সরে।
তবুও স্ত্রীকে সন্তানসুখ প্রদান করে,
কারণ পুরুষ ভীষণ স্বার্থপর হয়রে।
সে জানে যে বিবাহবিচ্ছেদের পরে,
স্ত্রী-সন্তানের ভরণপোষণের ভার তার উপরে।
তবুও সে দায়িত্ব পালন করে,
কারণ পুরুষ ভীষণ স্বার্থপর হয়রে।
সে জানে বেটি বাঁচানোর পরে,
বেটারা সব একদিন যাবে মরে।
তবুও সে পরিবারের হাল ধরে,
কারণ পুরুষ ভীষণ স্বার্থপর হয়রে।