হ্যাঁ পুরুষ আদিম কাল থেকেই বন্য,
তার বন্যতাকেই বিছানায় নারী করে গণ্য।
হ্যাঁ পুরুষ মান্ধাতার আমলেই পড়ে থাকে,
আধুনিক নারী স্বামীর নাম ধরে ডাকে।
হ্যাঁ পুরুষ কোনদিন হয় না আপন,
সে যতই করুক নারীকে জীবনে স্থাপন।
হ্যাঁ পুরুষ খেলনা পুতুলের মত হয়,
নারী খেলতে খেলতে ভাঙে তার হৃদয়।
হ্যাঁ পুরুষ সাজেনা গালে ময়দা মেখে,
সে যে সুন্দর সৃষ্টির ঊষালগ্ন থেকে।
হ্যাঁ পুরুষ গায়ে ছিটায় না সৌরভ,
পরিশ্রমের ঘামের গন্ধই যে তার গৌরব।
হ্যাঁ পুরুষ স্পষ্টবাদী আর সাহসী হয়,
সে জানে না করতে মিথ্যা অভিনয়।
হ্যাঁ পুরুষ করতে জানে না গোলামী,
তাইতো বিয়ে করে দেয় আক্কেল সেলামি।
হ্যাঁ পুরুষ সবসময় স্বাধীনচেতা আর স্বাভিমানী,
তাইতো মিথ্যা মামলায় টানে জেলের ঘানি।
হ্যাঁ পুরুষ শিকার করতে ভালো পায়,
সিংহ কি কখনো শেয়ালকে বন্ধু বানায়?
হ্যাঁ পুরুষ ফেলতে জানেনা চোখের জল,
তাইতো তাকে বইতে হয় বোঝা সকল।
হ্যাঁ পুরুষের কখনো হয় না ব্যথা,
কারণ সে বলে না নিজের কথা।