এটা কি প্রশ্ন-পুরুষ কি চায়?
কারণ ‘চাহিদা’ শব্দটি প্রযোজ্য নারীদের বেলায়।
আজকাল নারীবাদীদের বিপ্লব চলছে পত্র পত্রিকায়,
ফলে নারী স্বাধীনতা পরিণত হয়েছে স্বেচ্ছাচারিতায়।
না পুরুষ বেশি কিছু চায় না,
সে যা চায় তা পায় না।
সে চায় বউয়ের কাছে একটু ভালোবাসা,
বিনিময়ে পায় উপেক্ষা,অবহেলা আর হতাশা।
সে চায় সারা জীবন স্ত্রীর আনুগত্য,
বিনিময়ে পায় তার বাপের বাড়ির দাসত্ব।
সে চায় গিন্নির কাছে উষ্ণ অভ্যর্থনা,
বিনিময়ে পায় তার থেকে শুধুই ভর্ৎসনা।
সে চায় পত্নীর কাছে একটু গুরুত্ব,
বিনিময়ে পায় তার থেকে সীমাহীন দূরত্ব।
সে চায় অর্ধাঙ্গিনীর কাছে একটু সম্মান,
বিনিময়ে পায় সন্তানকে নিয়ে ব্ল্যাকমেইলের ফরমান।
সে চায় জীবন সঙ্গিনীর একটু সময়,
বিনিময়ে পায় অপদার্থ স্বামী হিসেবে পরিচয়।
সে চায় পেতে তার সহধর্মিণীর মন,
বিনিময়ে পায় অমানুষিক অত্যাচার আর নির্যাতন।
সে চায় গৃহলক্ষ্মীর কাছে একটু মর্যাদা,
বিনিময়ে পায় সব কাজে শুধুই বাধা।