ফুলকে গাছ থেকে ঝরে পড়তে দেখেছেন,  
কিন্তু পুরুষকে কখনো ঝরে পড়তে দেখেননি;
কারণ পুরুষ তো ক্লান্তিতে ঝরে পড়ে।
প্রদীপকে দমকা হাওয়ায় নিভে যেতে দেখেছেন,
কিন্তু পুরুষকে কখনো নিভে যেতে দেখেননি;
কারণ পুরুষ তো হতাশায় নিভে যায়।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ভেঙে পড়তে দেখেছেন,
কিন্তু পুরুষকে কখনো ভেঙে পড়তে দেখেননি;
কারণ পুরুষ তো ব্যর্থতায় ভেঙে পড়ে।
নারীকে বাপের বাড়ি ছেড়ে যেতে দেখেছেন,
কিন্তু পুরুষকে বাড়ি ছেড়ে যেতে দেখেননি;
কারণ পুরুষ তো জীবিকার সন্ধানে বাড়ি ছাড়ে।
নারীকে চিৎকার করে কান্না করতে দেখেছেন,
কিন্তু পুরুষকে কখনো কান্না করতে দেখেননি;
কারণ পুরুষ তো নীরবে কান্না করে।
নারীর সহায়তায় সবাইকে এগিয়ে আসতে দেখেছেন,
কিন্তু পুরুষের সহায়তায় কাউকে আসতে দেখেননি;
কারণ পুরুষ তো নিজেকেই সহায়তা করে।
নিশাচর প্রাণীকে রাত জেগে থাকতে দেখেছেন,
কিন্তু পুরুষকে কখনো রাত জাগতে দেখেননি;
কারণ পুরুষ তো বিছানায় রাত জাগে।