হে রবিবার,  
সপ্তাহের জমা শিকি-আধুলি আবেগের তুমি সমাহার;
একঘেঁয়ে কর্মব্যস্ত জীবনে তুমি আনো বসন্তের বাহার।


মোহ-মায়ার এই সংসারের ঘাত-প্রতিঘাতে বিপর্যস্ত,
মোর ভগ্ন-হ্রদয়ে তুমি চালাও জোড়া-তালির সূঁচ-সুতো।


তব প্রাঞ্জল-পরশে করি নিজের অবসর যাপন,
তব আহ্লাদ-হরষে করি বুকের ব্যথা গোপন।


যতই তোমায় করি ধরিবার ব্যর্থ যতন,
তুমি বাহির হইয়া যাও বালুকারাশির মতন।


তব পথ চাহিয়া বসিয়া থাকি ষষ্ঠ দিবস-রজনী,
স্বপনে-জাগরনে কেবলই খুঁজি তব হস্তের তর্জনী।


তুমি যেমন আসো বার মাসের তেরো পরবে,
তেমনি চলিয়া যাও নিদ্রাভঙ্গ করিয়া নীরবে।


তব বিদায়লগ্নে নিবেদন করিয়া কৃতজ্ঞতার উত্তরীয়,
সার্থক হইয়া উঠুক মোর তুচ্ছ কবিতার রবিবাসরীয়।