যেতে যেতে বারবার রাস্তা হারিয়ে,
পৌঁছামাত্রই তুমি দিলে দু'হাত বাড়িয়ে।
হোটেলের জানালায় যখন দিলাম টান,
সাপ মাটিতে পড়ে করলো প্রণাম।
মা মনসা, রাম ঠাকুরের কৃপায়;
প্রাণে বেঁচে গেলাম এই যাত্রায়।
বিছানায় এদিক ওদিক হয়ে কাত,
আতঙ্কের মধ্যে কাটালাম সেই রাত।
অবশেষে ভোরে উঠে ধুয়ে মুখ,
সৈকতে দেখলাম সূর্যোদয়ের নৈসর্গিক রূপ।
যুগযুগান্তর ব্যাপী প্রবাহমান হে সমুদ্র,
তোমার বিশালতার কাছে আমি ক্ষুদ্র।
অবিরাম শুনিয়ে তোমার জলরাশির গর্জন,
তুমি করেছো আমার বিস্ময় অর্জন।
তোমার ঢেউকে যদি বানাতাম স্ত্রী,
প্রতিবার নতুন লাগতো তার মুখশ্রী।
গৃহবন্দী থেকে থেকে হচ্ছিলো দমবন্ধ,
তুমি এনে দিলে মুক্তির আনন্দ।
বড় হয়ে যে শৈশবকে হারিয়েছিলাম,
তোমার স্রোতে আবার ফিরে পেলাম।
যার জন্য আমার কবিতা লেখা,
সেই মৎস্যকন্যার পেলাম না দেখা।
তার সঙ্গে আমার হয়নি যোগাযোগ,
আমার দুর্ভাগ্যের জন্য নেই অভিযোগ।