হে মাঘ মাসের রোদ বালিকা,
তুই যদি হতিস আমার শ্যালিকা।
তবে আমি হতাম তোর জামাইবাবু,
শীতের ঠান্ডা হাওয়ায় হতাম কাবু।
দুপুরে আমার বাড়ির দোতলার ছাদে,
তোর সঙ্গে গল্প করতাম আহ্লাদে।
খুলে রেখে নিজের পরনের গেঞ্জি,
গ্রহণ করতাম তোর ভিটামিন ডি।
পড়ন্ত বিকেলে তোর সোনালী রোদ,
আমার মনে এনে দিতো প্রবোধ।
ফাল্গুনে যখন লাগতো বসন্তের আমেজ,
বেড়ে যেতো তোর রোদের তেজ।
বসন্ত বিদায়ের পর আসলে গ্রীষ্ম,
তুই সবকিছু জ্বালিয়ে করতিস ভস্ম।
আকাশ যখন থাকতো মেঘে ঢাকা,
তোর সঙ্গে হতো না দেখা।
সমুদ্রে যখন তৈরি হতো নিম্নচাপ,
তোর সঙ্গে হতো না আলাপ।
বর্ষাকালে যখন থেমে যেতো বৃষ্টি,
তুই তখন করতিস রামধনুর সৃষ্টি।
স্বামী মেঘের বাধা উপেক্ষা করে,
তুই রোজ আসতিস আমার ঘরে।