চড়ুইও ভালো করেই জানে,
বাসা ভেঙে যেতে পারে;
তবুও সে বাসা বাঁধে।
কোকিলও ভালো করেই জানে,
তাকে খ্যাপানো হতে পারে;
তবুও সে বসন্তকালে ডাকে।
ফুলও ভালো করেই জানে,
একদিন ঝরে পড়তে পারে;
তবুও সে রোজ ফোটে।
প্রজাপতিও ভালো করেই জানে,
তাকে ধরা হতে পারে;
তবুও সে উড়ে বেড়ায়।
মৌমাছিও ভালো করেই জানে,
মধু চুরি হতে পারে;
তবুও সে মৌচাক গড়ে।
শিশুও ভালো করেই জানে,
মাটিতে পড়ে যেতে পারে;
তবুও সে ছোটাছুটি করে।
ছাত্রও ভালো করেই জানে,
চাকুরী নাও পেতে পারে;
তবুও সে পড়াশোনা করে।
প্রেমিকও ভালো করেই জানে,
প্রেমিকা ধোঁকা দিতে পারে;
তবুও সে প্রেম করে।
কবিও ভালো করেই জানে,
কবিতা সমালোচিত হতে পারে;
তবুও সে কবিতা লিখে।
লেখকও ভালো করেই জানে,
প্রকাশক নাও পেতে পারে;
তবুও সে লেখালেখি করে।
কৃষকও ভালো করেই জানে,
ফসল নষ্ট হতে পারে;
তবুও সে চাষ করে।
জেলেও ভালো করেই জানে,
মাছ নাও পেতে পারে;
তবুও সে জাল ফেলে।
ব্যবসায়ীও ভালো করেই জানে,
ব্যবসায় মার খেতে পারে;
তবুও সে ব্যবসা করে।
বৈমানিকও ভালো করেই জানে,
বিমান দুর্ঘটনাগ্রস্ত হতে পারে;
তবুও সে বিমান উড়ায়।
নাবিকও ভালো করেই জানে,
জাহাজ ডুবে যেতে পারে;
তবুও সে জাহাজ চালায়।
ভাস্করও ভালো করেই জানে,
ভাস্কর্য ভাঙা হতে পারে;
তবুও সে মূর্তি বানায়।
স্থপতিও ভালো করেই জানে,
স্থাপত্য নষ্ট হতে পারে;
তবুও সে নির্মাণ করে।
চিত্রকারও ভালো করেই জানে,
চিত্র অবিক্রীত থাকতে পারে;
তবুও সে চিত্রাঙ্কন করে।
খেলোয়াড়ও ভালো করেই জানে,
জয় নাও পেতে পারে;
তবুও সে অনুশীলন করে।
নেতাও ভালো করেই জানে,
নমিনেশন নাও পেতে পারে;
তবুও সে রাজনীতি করে।
অভিনেতাও ভালো করেই জানে,
সিনেমা ফ্লপ হতে পারে;
তবুও সে অভিনয় করে।
রাজাও ভালো করেই জানে,
সিংহাসন চলে যেতে পারে;
তবুও সে রাজত্ব করে।
ভিখারিও ভালো করেই জানে,
ভিক্ষা নাও পেতে পারে;
তবুও সে ভিক্ষা করে।
সৈনিকও ভালো করেই জানে,
যুদ্ধে মৃত্যু হতে পারে;
তবুও সে লড়াই করে।
সাধকও ভালো করেই জানে,
সাধনা ব্যর্থ হতে পারে;
তবুও সে তপস্যা করে।