শুধুমাত্র পুরুষই পারে-
বন কেটে বসত গড়তে,
মানব সভ্যতার গোড়াপত্তন করতে।
শুধুমাত্র পুরুষই পারে-
কাঠফাটা রোদে চাষ করতে,
তুফানে নৌকার হাল ধরতে।
শুধুমাত্র পুরুষই পারে-
দিনে কারখানায় মেশিন চালাতে,
রাতের অন্ধকারে আলো জ্বালাতে।
শুধুমাত্র পুরুষই পারে-
মাথার ঘাম পায়ে ফেলতে,
জীবন বাজি রেখে চলতে।
শুধুমাত্র পুরুষই পারে-
প্রেমে নিজের সবকিছু হারাতে,
বিপদে প্রেমিকার পাশে দাঁড়াতে।
শুধুমাত্র পুরুষই পারে-
পত্নীর দায় দায়িত্ব নিতে,
ডিভোর্সের পরে খোরপোষ দিতে।
শুধুমাত্র পুরুষই পারে-
সন্তানের সব চাহিদা মেটাতে,
পরিবারের মুখে খাবার জুটাতে।
শুধুমাত্র পুরুষই পারে-
ঋণের বোঝা নিয়ে বাঁচতে,
রাস্তায় মাতাল হয়ে নাচতে।
শুধুমাত্র পুরুষই পারে-
মাইলের পর মাইল হাঁটতে,
মিথ্যা মামলায় জেল খাটতে।
শুধুমাত্র পুরুষই পারে-
চোখের জল লুকিয়ে হাসতে,
প্রাণ দিয়ে কাউকে ভালোবাসতে।