হে দু'চোখে কাজল মাখা সুনয়না,
আমি কিভাবে করি তোমার বর্ণনা?
মায়াপুরের মায়া কাটিয়ে আজ ফেরিঘাটে,
আমার দেখা হলো তোমার সাথে।
নৌযাত্রায় গঙ্গা-জলঙ্গী নদীর সাদা-কালো জল,
আমার আর তোমার দু'জনের মিলনস্থল।
নবদ্বীপ ধামে তোমার নবযৌবন ছড়িয়ে,
দিলে আমার ভেতর আগুন ধরিয়ে।
লম্বা তিলক দিয়ে নিজের কপালে,
তুমি কি সন্ন্যাসিনী হলে অকালে?!
গলায় ধারণ করে তুলসীর মালা,
তোমার কি সংসার ত্যাগের পালা?!
তুমি সেজে ওঠে বিনোদিনী রাই,
নিয়েছো বুঝি শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই?
হয়তো তোমার মনে নেই কাদা,
তাই তোমার অন্তর্বাসের রঙ সাদা।
শালীনতার শৈলীতে পরিহিত তোমার শাড়ি,
প্রমাণ করে তুমি সতীসাবিত্রী নারী।
আমি যোগ্য নই তোমার সেবার,
আমার কিছুই নেই তোমাকে দেবার।
আমি গার্হস্থ্য যন্ত্রণায় দিবানিশি বিপর্যস্ত,
তোমার সঙ্গে নিতে চাই বানপ্রস্থ।
হে সরস্বতীর স্নেহধন্য কোকিলকন্ঠী শ্যামাঙ্গিনী,
তুমি কেন হওনি আমার জীবনসঙ্গিনী?!