যদি বিয়ের আগে নাটক করো,
বিয়ের পরে নটীর রূপ ধরো;
তুমি কিসের স্ত্রী?!
যদি স্বামীর টাকায় পড়াশোনা করো,
চাকুরী পেলে স্বামীকেই ত্যাগ করো;
তুমি কিসের স্ত্রী?!
যদি চাকুরী দেখিয়ে বিয়ে করো,
সংসারের খরচ স্বামীর উপর ছাড়ো;
তুমি কিসের স্ত্রী?!
যদি তুমি বাপেরবাড়ির হাল ধরো,
শ্বশুরবাড়িতে উৎপাত আর অশান্তি করো;
তুমি কিসের স্ত্রী?!
যদি বাপেরবাড়িতে শ্বশুরবাড়ির বদনাম করো,
স্বামীর সঙ্গে পরপুরুষের তুলনা করো;
তুমি কিসের স্ত্রী?!
যদি স্বামীকে ফেলে নিজে খাও,
কথায় কথায় কাজের খোঁটা দাও;
তুমি কিসের স্ত্রী?!
যদি ভাইকে ভাবো স্বামীর উপরে,
শাঁখা সিঁদুর দিতে লজ্জাবোধ করে;
তুমি কিসের স্ত্রী?!
যদি স্বামীকে বিশ্বাসই না করো,
বিনা কারণেই তাকে সন্দেহ করো;
তুমি কিসের স্ত্রী?!
যদি কথায় কথায় ঝগড়া করো,
স্বামীকে সম্মানই না করতে পারো;
তুমি কিসের স্ত্রী?!
যদি সবসময় স্বামীরই দোষ দেখো,
নিজের দোষের প্রতি অন্ধ থাকো;
তুমি কিসের স্ত্রী?!
যদি স্বামীর থেকে চাহিদা মিটাও,
বিপদে তার পাশে না দাঁড়াও;
তুমি কিসের স্ত্রী?!
যদি সন্তানকে নিয়ে ব্ল্যাকমেইল করো,
তার দায়িত্ব নিতে অস্বীকার করো;
তুমি কিসের স্ত্রী?!
যদি বিয়ের নামে ব্যবসা করো,
শ্বশুরবাড়ির সম্পত্তির উপর লোভ করো;
তুমি কিসের স্ত্রী?!
যদি নিজেকে নারীবাদী জাহির করো,
নারীই না হয়ে উঠতে পারো;
তুমি কিসের স্ত্রী?!
যদি সাত জনমের গল্প করো,
সাত বছরই থাকতে না পারো;
তুমি কিসের স্ত্রী?!
যদি তুমি পরিবারে ঝামেলা করো,
শ্বশুরবাড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা করো;
তুমি কিসের স্ত্রী?!
যদি ঘর না করতে পারো,
বিবাহবিচ্ছেদের পরে খোরপোশ দাবি করো;
তুমি কিসের স্ত্রী?!