শুধুমাত্র একটি নির্দিষ্ট উষ্ণতায়,
ডিম ফুটে বাচ্চা জন্মায়।
তেমনি সঠিক উষ্ণতা পেলে,
বীজ মাটিতে শিকড় ফেলে।
জলে যদি থাকে উষ্ণতা,
দূর হয়ে যায় খরতা।
আগুনে যদি থাকে উষ্ণতা,
কেটে যায় শীতের জড়তা।
সূর্যালোকে যদি থাকে উষ্ণতা,
তেঁতে উঠে লেপ কাঁথা।
মনে যদি থাকে উষ্ণতা,
মিটে যায় সব শূন্যতা।
আত্মবিশ্বাসে যদি থাকে উষ্ণতা,
জীবনে এনে দেয় সফলতা।
কর্মক্ষেত্রে যদি থাকে উষ্ণতা,
উপভোগ্য হয়ে উঠে ব্যস্ততা।
কল্পনায় যদি থাকে উষ্ণতা,
সার্থক হয় কবির কবিতা।
সম্পর্কে যদি থাকে উষ্ণতা,
বন্ধুত্ব হয়ে ওঠে আত্মীয়তা।
প্রেমে যদি থাকে উষ্ণতা,
অভিসারে আনে ভালোবাসার বার্তা।
আলিঙ্গনে যদি থাকে উষ্ণতা,
ভুলিয়ে দেয় সব ব্যথা।
চুম্বনে যদি থাকে উষ্ণতা,
দূর করে সব তিক্ততা।
মিলনে যদি থাকে উষ্ণতা,
প্রেমিকা হয়ে উঠে অন্তঃসত্ত্বা।
দাম্পত্যে যদি থাকে উষ্ণতা,
সংসারে বিরাজ করে স্থিরতা।
ভক্তিতে যদি থাকে উষ্ণতা,
ঈশ্বরের সঙ্গে হয় কথা।