আমি হেটেছি আজ
তোমার শহরের ভেজা রাস্তায়।
বৃষ্টির প্রতিটি কণা শিহরণ জাগিয়ে তোলে
        আমার মনের দূয়ারে।
        জানিয়ে দেয় সে,
তোমার আসার আগমনী বার্তা।
        বার্তা পেয়ে ছুটি আমি,
তোমার শহরের আঁকাবাঁকা গলি দিয়ে
       তোমার বাড়ির পথে।
       দাঁড়িয়েছিলে তুমি-
আমার অপেক্ষায় কোনোএক রাস্তার মাঝে।
ভিজতে দেখে আমায়,  বকেছিলে।
       বাড়িয়ে দিলে হাতটি তোমার
কাছে ডেকে নিলে আমাকে আবার,
       হাতে হাত রাখলে তুমি
আবেগের বশে জড়িয়ে ধরেছিলাম
       তোমাকে আমি।
শুধু তুমি মৃদু কন্ঠে আমায় বলেছিলে
      'চলোনা আমরা হারিয়ে যাই
      এই শহরের নির্জন ভেজা রাস্তায়'।।