দেখেছি তোমায় নীল নদের  ধারে।
একলা তুমি  দাঁড়িয়ে নদের পাড়ে।
সূর্য ডোবেনি তখনো,
বিকালের সোনালি আলো,
দেখাচ্ছিল তোমায় বেশ ভালো।
তখন তুমি দাঁড়িয়ে আপন মনে,
ভাবছিলে কার কথা কে বা জানে।
একটু সন্ধ্যা হতেই হারিয়ে গেলে তুমি,
আমার থেকে অনেক দূরে।
ফিরলে না আর সেই নদের পাড়ে
আজো আমি দাঁড়িয়ে তোমার অপেক্ষায়
           সেই নদের ধারে।।