মন কেনো পুড়ে যায় চৈত্রের অনাবৃষ্টি ফসল যেমন
দীর্ঘদিন খরাক্লান্ত উত্তপ্ত মরুময় আমার জমিন।
পুড়েছে সবুজ মাঠ এখন পুড়ছে শুধু মাটি
অস্থিচর্মসার বৃদ্ধের বলি রেখা যেমন করুণ
বিস্তীর্ণ পাথার জুড়ে আমার ফসলখানি এমনি মলিন।


সকালে, দুপুরে আর সারাদিনময়
বহিছে উত্তপ্ত বায়ু যেখানে জ্বলীয় বিন্দুর লেশমাত্র ক্ষয়।
আমার ফসলখানি খড়ের কুটোর মতো অতি সকরুণ।
কোথা আছো মেঘমালা কোথায় তোমার বসবাস
দূর কোন প্রাচ্য হতে এখানে ফেলিয়া যাও শুধু
তোমাদের এক বিন্দু জলের নিঃশ্বাস।


আবার ভরিয়া দাও প্রতিবিন্দু অনু পরমানু
শীতল জলের স্পর্শে ভরিয়া উঠুক প্রাণখানি।
আবার জাগিবে প্রাণ তৃণ আর মলিন ফসলে
আবার উঠিবে ধান চাষা আর হাসিবে সকলে।