আমার করছো এমন বাশের বাঁশি
যে বাঁশির সুরে নাই কোন মধুরতা
আমায় করেছো এমন সুরের বাঁশি
যে বাঁশির মুখে নাই কোন মুখরতা।


আমায় করেছো এমন পটের ছবি
যে ছবির রঙে শিল্পীর হাত নাই
আমায় করেছো এমন ছবির কবি
শিল্প,ছন্দ, শব্দ, গতি হারাই।


আমায় করেছো এমন ঘাটের মাঝি
যে ঘাটের তটে আশেক পথিক নাই
আমায় করেছো এমন তরির পাল
যে তরির লগি, বৈঠা কোথায় পাই।


আমায় করলে নির্জনতার পথ
যে পথে আসে না তীর্থের কোন যাত্রী
আমায় করলে এমন আলোর জ্যোতি
দিনের বেলার ঘনায় কেবলি রাত্রি।


কোন দিনে আমি পূর্ণ হবো যে আর
আলোকের ঘরে ঘনায় অন্ধকার।
কোন খানে গেলে পূণ্য হৃদয় হবে
নষ্ট সকলই ভোগবাদি উৎসবে।


স।২/২৭