আবার বর্ষা এলো ঐ দূর পাথারের সীমানা ছাড়িয়ে
চোখ যায় যদ্দুর বর্ষার  জলপরী ডেকে যায় হাত বাড়িয়ে।
ওরা বলে, "তুমি এক অর্বাচীণ কবি,
ঘরের কোনায় বসে বর্ষার সাদামাটা কত আর আঁকবে ছবি।"
আমি শুধু চুপচাপ জানালার পাল্লাটা একটু সরিয়ে
একমনে অকারনে দেখি শুধু বর্ষার অরুপের রুপটা পিয়ে।
ভাবহীণ আমি শুধু নবীন সরল কবি
ঘরকুণো হয়ে আমি রঙহীণ তুলি দিয়ে বর্ষার আঁকছি ছবি।
টিনের ঘরে চালে বর্ষার বাদ্য বাজে
সুরছন্দ,তালটার নামটা যে জানা নাই কিছু
আমার হৃদয়পুরে বর্ষার জলপরী সাজলোরে অরুপ সাজে।
ওরা বলে, অকবি হে বর্ষার জলে যদি নিজেকে নাই ভেজালে
কেমনে কবিতা হবে নিজের ভাবটা যদি বর্ষার জলপরী সাথে
নাই মেশালে।


২৮/৪০