সংস্কৃতির নান্দনিক বৃক্ষের অবয়বে
বেড়ে উঠছে আমাদের চারপাশের পলিমাটিতে
বেজন্মা সংস্কৃতির বিষবৃক্ষের ললিত প্রশ্বাস।
অতিঅহংকারের ফণিভূষনে ওরা বেড়ে উঠছে আজ।
ওরা বাড়তে বাড়তে আমাদের চারপাশ
ঘিরে ফেলতে চায় লোকায়ত সংসার সমাজ।
আমাদের গিলে ফেলতে চায় আপদমস্তক
আমাদের পিষে ফেলতে চায় রুক্ষ দাম্ভিকতায়।
এখানে যারা শুভসংস্কৃতির আবাদ করছে দুচার জমি
যারা পরিশুদ্ধ স্বর্গীয় অনুভূতির বীজ হৃদয়ের চারুসত্তায় লালনের বিজ্ঞাপন চায়।
যারা আজ সংস্কৃতির ইউক্যালিপ্টাসের পার্শ্বে
অর্জুন পালনের স্বপ্ন দেখছে এখনো।
তাদের অনিন্দ্য আকাশে বৃস্টিমেঘের আনাগোনা চোখে পড়ে না আর।
পড়লে তা সৌভাগ্যের ব্যাপার।
বেজন্মাবৃক্ষের বিষাক্ত বাতাসে যাদের হৃদয় আজ রক্তাক্ত,ক্ষত।
তাদের জন্য  চাই সংস্কৃতির ক্ষেত্রে চিরায়ত অর্জুন।
চাই না ক্যকটাস। চাই না বিকলাঙ্গতা।



ক।১৮/২৭


১৩/৫/১৯