আশায় আশায় কেঁটেছে রঙ্গিণ দিন
কখনো ভাবোনি ডাকিছে বিদায় বীণ।
কার তরে আর দুয়ারে দাঁড়ায়ে থাকো
সারাটি জীবন স্বপ্নটা বেঁচে রাখো।


আশার প্রদ্বীপ জ্বেলে রাখো চীরদিন
কালের হাওয়ায় ক্রমে হয়ে আসে ক্ষীণ।
দারুণ বাতাস বয়ে যায় ক্ষণে ক্ষণে
এই বুঝি নেভে! বড় ভয় লাগে মনে।


কত না মায়ায় সযতনে বুকে রাখি
বিদায় স্মরণে সহসাই কাঁদে আখি।
আগামী স্বপ্ন হৃদয়ে জমায় ভীর
বিদায় পৃথিবী; নয়নের কোল নীর।


আশার আলোটা সহসাই নিভে যায়
অকুল,অকাল,অশুভ, নিশীথ বায়।