এ আকাশ আর চীরবহমান নদী
এ জীবন জুড়ে ভালবেসে যাই যদি
কি এমন হবে ক্ষতি।


এ ফুল, ফলের হিল্লোল দোল দোল
ভালবাসি অবিরল
কি ক্ষতি কাহার বল।


এ মধুচন্দ্র তারায় তারায় আমি
ভালবেসে হই হারা
কি বলিবে কাহারা।


এ বাতাস আর ফুলের গন্ধে মঁজি
বেসে যাই যদি ভালো
ধন্য জীবনে আবার জ্বলিবে আলো।


ও পাখি এবং ভ্রমরের গুঞ্জণে
কণ্ঠ যদি মিলাই
তবু ধন্য জীবন পাই।


এ ধূলি এবং ধরণীর 'পরে বসে
গেয়ে যদি যাই গান
এ জীবন হবে ধন্য এবং ধন্য মানিবে প্রাণ।