একটা শালিক পাখি কোথ্থেকে উড়ে এসে এই অবেলায়
সখিনার খড়ের সে চালের উপর এসে বসে পড়ল
তক্ষুণি উঠোনের কাঠালের গাছটার একখানি শুকনো পালক
নরম মাটির বুকে খসে পরল।
মাটির চুলোর পরে আধাভাঙ্গা হাড়িটার বুকের উপর
নরম গরম পিঠা হেমন্ত দিনের গাঁথা তুলে ধরছে
দুইদিন পোলাপান রাস্তায় খেলা ফেলে মায়ের আঁচল টেনে ধরে
পিঠাপুলি আবদার করছে।
হিমহিম আবছায়া কুজ্ঝটিকার শ্বেত উত্তরীয়
আধো আলো আঁধারের হেমন্ত সন্ধ্যায় ডানা মেলে ধরে
নবান্ন উৎসব আজ এই বাংলার ঘরে আর ঘরে।


   ৩০.৩১