চিত্রলেখার মানসপটে একটি ছবি
কাব্যলেখার ছন্দসুরে যেমন কবি
স্বপ্নলোকের অচীনপুরে মূর্তি গড়ে
রংতুলিতেই সাজাও তারে সকল অবসরে।


হাজার রঙের ঝরনা ধারায় অবশেষে
কোনটা রঙ আর কোন তুলি যে নাও বেছে
আঁচর টানো কল্পনাতে গা ভেসে
নিজের ভূলেই নিজে তুমি সুন্দরেতে মরো এসে।


করুণ সুরের পরশ দিয়ে ধন্য মানো
সুরের সাথে তাল মিলিয়ে ছন্দ আনো
সেই সুরে ফের কান্না আনার বায়না জানো
নিজের সুরেই নিজের চোখে অশ্রু তোমার টানো।