তোমায় যে বাধলাম স্বপ্নের মায়াময়ী রঙ্গিণ সূতোয়
অযথাই বাঁধলাম বালির এ বাঁধখানা প্রেমের ছুতোয়।
খাঁচার মধ্যখানে  কত না যত্ন করে পুষে রাখলাম
হৃদয়ের ছায়াপটে প্রেমের তুলিতে কত ছবি আঁকলাম।
কখন যে ও বুকের শিকল কাটলে তুমি বুঝতেই পারিনি তা আমি
স্মৃতির পাতায় শুধু ছবিটাই আকঁলাম সমস্ত দিবস যামী।
নির্মম তুমি হায়!বুকের রক্তগুলো নিয়ে
উদ্ধশ্বাসে তুমি দিলে পলায়ন।
এখন আমার চোখে কায়া নাই ছায়া আর কেবলই স্বপন।
বুকের মধ্যে চেয়ে সহসাই দেখলাম তুমি আর নাই।
কেন আমি বাঁধলাম বালির শুকনো চরে সাতরঙ্গা সোনার মহল
ভূল করে বড় ভূল হয়ে গেছে তাই
স্মৃতির শিশুরা সব পুরাতন ছবিগুলো নিয়ে
কেবলি কাঁদায়।