একটি মনের মতো কবিতা লেখার আশায়
চন্দ্রিমা প্রহরে বিনিদ্র রজনী পার করলাম।
একটি মনের মতো কবিতা লেখার আশায়
বসন্তরাজের রাজদুয়ারে দুয়ারে ঘুরে ফিরলাম।
একটি মনের মতো কবিতা লেখার আশায়
বৈশাখী দিনের ঝড়ো হাওয়ায়
পথে পথে বসে থাকলাম।
একটি মনের মতো কবিতা লেখার আশায়
শব্দ সাগরে অবগাহন করলাম সারাদিন।
একটি মনের মতো কবিতা লেখার আশায়
শরৎ মেঘের শুভ্র ভেলায় ভেসে বেড়ালাম দিনভর।
এখনও হয় নি লেখা সেই মনের মতো কবিতা


একটি মনের মতো কবিতা লেখার আশায়
অরন্য, নগর, পাহাড়, সাগর পার হয়ে
ফিরে এলাম ব্যর্থ মনোরথ হয়ে।
কবে হবে আমার কবিতা লেখা
যেটা হবে সেই রকম কবিতা।


৫১/২৯