সুজন মাঝির ঘাটে এসে থমকে গেল পা
         সামনে পিছে তাকিয়ে দেখি
         ডাইনে বাঁয়ে বন্ধ একি!
কোথায় আছো সুজন মাঝি কোথায় তোমার গাঁ
একটু এসে দয়া করে তরিয়ে দাও না।


বিজন দেশের অচীন পথে ছিলাম অনেক কাল
      পথের পানে দু'চোখ পাতি
      স্বজন আমার দিবস রাতি
নিদ্রাবিহীণ আছে জানি উজানতলির গাঁয়
স্বজন আমার উতল আজি এখন কি উপায় !


কতটা কাল পরে আমি যাচ্ছি আপন ঘরে
      গা ছমছম নিরব যামী
      জোনাই পোকার বন্ধু আমি
অন্ধকারে একলা চলি আকাশে নাই চাঁদ
চক্ষু আছে অন্ধ তবু অন্ধকারের ফাঁদ।