যায় যদি জ্বলে, জ্বলে পুড়ে ছাই হয়ে দুরে চলে যাক
       জ্বলে পুড়ে ছাই নিজেকে মেশাই তাই উড়ে চলে যাক।
       এই মন আর দগ্ধ পবন হয়ে থাক একাকার
       বুকের মধ্যে শ্বাপদ,শকুন পুড়ে হোক ছারখার।
      
       নদী আছে পরে  বুকের ভিতরে ঢেউ নাই স্রোত নাই
       নৌকা অচল, মাঝিরা ঝিমায় ঘাট নাই লোক নাই।
       এবার উঠুক এমন ঝঞ্ঝা উড়ে দুড়ে  চলে যাক
       এবার ঝড়ুক এমন বৃষ্টি ভেসে নিয়ে চলে যাক।


       বুকের মধ্যে শৈত্য প্রবাহ জড়োসড়ো দিন যায়
       পাখিরাও নাই ফুলেরা ঘুমায় গান নাই মধু নাই।
       এবার আসুক এমন ফাগুণ ফুলে ফুলে ছেয়ে যাক
       এবার ডাকুক এমন কোকিল সুরে সুরে গেয়ে যাক।


       চৈতাল দিন, কাঠ ফাটা রোদ বুকের ছাতিটা ফাটে
       মেঘেরা প্রবাসী বাতাসেরা বাসি কাজ নাই গতি নাই।
       এবার আসুক এমন মেঘেরা ছায়ামায়া এসে যাক
       এবার বহুক এমন বাতাস দুরদেশে ভেসে যাক।


    ৩/৯.........১৫