পৃথিবী তোমায় এতো কেন ভালো লাগে
মনের গহীণে শিহরণ তাই জাগে।
রাতের প্রান্তে ভোরের আলোয় দেখা
ও কিসের ছবি! ও বুঝি খোদার রেখা।


এ দেহ এবং মনের প্রতিটি কোণ
জুড়ালো যে কি সে শান্ত এ সমীরণ!
সারাদিনমান পৃথিবীর পথে পথে
ভেসে চলে কত অজানা মানুষ স্রোতে।


টইটুম্বুর হাটে, মাঠে, ঘাটে মানুষের কলরব
শিশু কিশোরের কণ্ঠে দেখেছি আনন্দ উৎসব।
সাঝের মায়ায় আকাশের কোণে দেখি
ও কাহার ছবি বিশ্বপ্রভূর এ কি!
সারাটি দিনের কর্মক্লান্তি মুঝে যায় নিমেষেই
ঘরের দুয়ারে ছোট দু'টি মুখ চোখেতে পরেছে যেই।